শনিবার ১৪ জুন ২০২৫
৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
তিতাস ও বুড়িচংয়ে বন্যায়দুই শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:৪৪ এএম |

  তিতাস ও বুড়িচংয়ে বন্যায়দুই শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামে সড়ক ভেঙে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মাদ্রাসায় পড়ুয়া দুই চাচাতো বোন নিহত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মুমিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলো- উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) ও মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০)। অন্যদিকে বুড়িচং উপজেলায় নিহত হয় এরশাদ মিয়া নামে এক বৃদ্ধা।
সরেজমিনে গিয়ে জানা যায়,সামিয়া ও আয়েশা সম্পর্কে আপন চাচাতো বোন হয়। তারা পার্শ্ববর্তী নয়াকান্দি খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বন্যার পানিতে দুঃখিয়ারকান্দি-বাঘাইরামপুর সড়কের বাঘাইরামপুর গ্রামের একটি স্থানে সড়কটি ভেঙে গিয়ে বন্যার পানির স্রোতের সৃষ্টি হয়,তখন তারা দুই বোন মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার পথে পানির স্রোতে খাদে পরে ভেসে ডুবে যায়। 
তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয়রা ডুবে যাওয়া শিশুদের উদ্বারে কাজ করে। এর ১ ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ দেড় ঘন্টা পর বেলা সাড়ে ১২টার দিকে সামিয়াকে এবং দুপুর দেড় টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মৌটুপী গ্রামের কুস্তিগীর রাসেলসহ শতশত মানুষের চেষ্টায় আয়েশাকেও উদ্ধার করে। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এসময় কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে নিহত আয়েশার মা বলেন,আমার মেয়ে আজ মাদ্রাসায় যেতে চায়নি। আমি আমি জোর করে মাদ্রাসায় পাঠিয়েছি। তার বাবা গত পরশু শুক্রবার প্রবাসে গেছে। আজ মেয়ের এই খবর শুনে চলে আসতাছে। আমার এই মেয়েটি অনেক আদরের সন্তান ছিলো। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে,আমি এখন কী নিয়ে বাঁচবো।
এদিকে পানিতে আটকে মারা গেছেন বুড়িচং উপজেলার গোপীনাথপুরের ফরিদ মিয়া নামে ৬০ বছরের একবৃদ্ধ। বাড়িতে পানি উঠায় পাশ্ববত্তী মেয়ের বাড়ী রামনগরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পানিবন্ধী থাকায় বিনা চিকিৎসায় মারা যান। রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ এর উপ-সহকারি পরিচালক ফরিদুল এরশাদ। এছাড়াও গতকাল বুড়িচংয়ে বন্যা কবলিত হয়ে মারা যাওয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

















সর্বশেষ সংবাদ
রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে
সন্তুষ্টির কথা বললেন দুই পক্ষের প্রতিনিধিরা
ইতিবাচক মনে করে জামায়াত
কুমিল্লায় টাকা হাতিয়ে নিতে এসে আটক পিকআপ ভ্যান ছিনতাইকারী
অনিশ্চয়তা কেটে এসেছে স্বস্তির বার্তা: ফখরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
করোনা সতর্কতারমধ্যেই বন্ধের পথে কুমিল্লার দুই ইসিইউ ইউনিট
লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক আজ
ছাত্রদল সভাপতিকে অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করার পরামর্শ শিবির সভাপতির
আরও ১৫ জনের করোনা শনাক্ত
দেবিদ্বার ধামতী রওশন আরা কলেজ কলেজের একাডেমিক স্বীকৃতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২