কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিনের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ১২শ' বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) ও শুক্রবার উপজেলার ঝলম, হাটিরপাড়, দিশাবন্দ, হাউরা, বাইশগাও, যাদবপুর, লাউলহরি, পোমগাঁও, ডুমুরিয়া, লৎসর, নোয়াপাড়া, পোমগাঁও স্কুল আশ্রয় কেন্দ্র, তাহেরপুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আশ্রয় কেন্দ্র, ডুমুরিয়া, হাটিরপাড়া, শ্রীপুর, আশিরপাড়, গোয়ালিয়ারা গ্রামে এ খাবার বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- বিস্কুট, মুড়ি, চিড়া, পাউরুটি, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।
পর্যায়ক্রমে উপজেলার সবগুলো ইউনিয়ন ও আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন।উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর সাবেক ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন শুক্রবার (২৩ আগস্ট) মনোহরগঞ্জের ঝলম গ্রামে তার মাকে দেখতে আসেন। এ সময় তিনি বন্যাকবলিত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ব্যবসায়ী জসিম উদ্দিন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাবার বিতরণ কালেউপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ৪'র সাবেক পরিচালক রোটারিয়ান আব্দুল খালেক মোল্লা, সেক্রেটারি মাঈনউদ্দিন সোহাগ, নির্বাহী সদস্য আশিক এলাহী, সাইফুল ইসলাম, শিব্বির আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, কেফায়েত উল্লাহ কাশফি, জাহাঙ্গীর আলম মিঝি, তাওহীদুল ইসলাম, হাফেজ নুরে আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।