কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অপরাধে উক্ত আইনের ৪০
ধারা লঙ্ঘন এবং ৪০ ধারায় দন্ডে গতকাল শনিবার ব্রাহ্মণপাড়া ও সাহেবাবাদ
বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠান কে ২৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে
জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা
পূর্বাভাসে উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিঁড়া এবং সিলিন্ডার গ্যাস
ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয়ের অপরাধে গতকাল শনিবার উপজেলা
সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা এ অভিযান চালিয়ে জিদনী
এন্টারপ্রাইজ, তাসলিমা ষ্টোর, ফাহাদ ইলেকট্রনিক এ তিন প্রতিষ্ঠান কে ৫
হাজার করে এবং মেসার্স মমিন ষ্টোর কে ১০ হাজার সর্বমোট ২৫ হাজার টাকা
জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা বলেন
এই ক্লান্তি লগ্নে যারা বাজার অস্থিতিশীল রাখবে তাদেরকে অবশ্য আইনের আওতায়
আনা হবে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সেনিটারী
পরিদর্শক পারভিন সুলতানা এবং থানা পুলিশের একটি দল।