ইসমাইল নয়ন।।
কুমিল্লা
ও ব্রাহ্মণবাড়ীয় জেলার সীমানা ঘেঁষে প্রবাহিত সালদানদীর বাধঁ গতকাল ২৩
আগষ্ট সকালে বাগড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা দিয়ে ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার
বাগড়া, মানরা, নাগাইশ, বড়ধুশিয়া, চান্দলা,নাইঘরসহ উপজেলার সর্বত্র পানি
লোকালয়ে প্রবেশ করেছে। ফলে এইসব এলাকার হাজার হাজার লোকজন পানিবন্ধী হয়ে
পরেছে। একদিকে গোমতী নদীর বাঁধ ভাঙ্গে বুড়িচং ব্রাহ্মণপাড়া লোকজন পানি
বন্ধী অন্যদিকে সালদানদীর বাঁধ ভাঙ্গে ব্রাহ্মণপাড়ায় লোকালয়ে প্লাবিত হওয়ায়
মনে হচ্ছে মরার উপর খেরার গা। পানি বন্ধী এলাকার লোকজন তাদের পরিহিত কাপড়
শুকনো খাবার নিয়ে নিজ নিজে নারী পুরুষ বাড়ী ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে
যাচ্ছে, অনেকে তাদের গবাদী পশু গরু ছাগল, হাস মোরগী নিয়ে আসতে দেখা যাচ্ছে,
দুই উপজেলার হাজার হাজার পুকুরের মাছ বানের পানিতে বেসে যাচ্ছে।
এখনও
বহু মানুষ ঘরের ছাদের উপর আশ্রয় নিয়েছে, লোকালয়ে হু হু করে পানি বৃদ্ধি
পাচ্ছে। ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বত্র পানি বাড়তে শুরু করেছে, মানুষের
মাধ্যে আতংক বিরাজ করছে, কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কের ভরাষার বাজার
থেকে বুড়িচং ব্রাক অফিস
পর্যন্ত রাস্তার উপর প্রায় স্থানে ৩/৪ ফুট পানি
যাহার ফলশ্রুতিতে এই রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করছেনা। ফলে
পানি বন্দী হয়ে পড়েছে দুই উপজেলার মানুষ।