বিএনপির
জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বানভাসী
মানুষের পাশে থাকবে বিএনপি নেতাকর্মীরা। যতোদিন এ বন্যা থাকবে, ততোদিন
বানভাসী মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী
বর্নাত্যদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে।
শুক্রবার
(২৩ আগস্ট) কুমিল্লায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে দলের চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ
বিতরণ পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘ভারতের
উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের
বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের জান-মাল গেছে,
শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ইত্যাদির নানা ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ
অবস্থা দেখে আসছি।
পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক
মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম
ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব
ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, বিএনপি
নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিপুলসংখ্যক জেলা ও মহানগরের নেতাকর্মী।