
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে সকল জেলা পরিষদে চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের পর কুমিল্লা জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বলেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি সকলের চেয়ারম্যান ছিলাম। আমার কাছে কোনো দল ছিলো না। আমি কখনো কাউকে বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগ হিসেবে আলাদা চোখে দেখিনি। আমার কাছে যে যেই কাজের জন্য আসতো- তা করে দিতাম।
তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলে আমার পদও আছে। যেহেতু আমার সরকার ক্ষমতায় নাই, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে; তাই আমি আজকে এখানে আছি; কালকে আর থাকবো না। তবে আমি চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে। আমি কখনোই ক্ষমতার অপব্যবহার করিনি।
গতকাল ১৯ আগস্ট সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
