কুমিল্লার ঐতিহ্যবাহী মর্ডান স্কুলে প্রধান শিক্ষকসহ ৫ শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ
তানভীর খন্দকার:
|
কুমিল্লার ঐতিহ্যবাহী মর্ডান হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেনসহ ৫ শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার সকালে কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টির মাঠে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষকসহ অন্য ৫ জন শিক্ষক আন্দোলনকারী শিক্ষার্থী ও আন্দোলনকে সমর্থন দেয়া শিক্ষকদের নানাভাবে হুমকি ধমকি দিতো। এছাড়াও প্রধান শিক্ষক আক্তার হোসেন অনেক শিক্ষককে চাকরীচ্যুত করার হুমকিও দিয়েছিলো। মর্ডান স্কুলটিকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতো। এসব কারনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ ৫ শিক্ষককের পদত্যাগের একদফা দাবীতে সোচ্চার হয়।
|