কুমিল্লায় শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিং এ ভোক্তা অধিদপ্তর
তানভীর খন্দকার
|
শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ বের হয়েছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কুমিল্লার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক। তাদের মাধ্যমেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণ জন সচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থী রফিকুল ইসলাম রকি জানান, কুমিল্লাতে সাতটি টিম বাজার মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিক্ষার্থীদের সাথে আসায় শিক্ষার্থীরা যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লা টাউন হল এলাকায় জোনাল সমন্বয়ক ৩/৪ শিহাব উদ্দিন হিমেল জানান, শিক্ষার্থীরা আগে থেকেই বাজারে বাজারে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জনতা মূলক মাইকিং করছে। তারা দোকানদারদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে উদ্বুদ্ধ করছে। আজ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছেন - আমরা তাতে আরো লাভবান হব। কোন কোন বিষয়গুলো মনিটরিং করতে হবে শিক্ষার্থীরা সেগুলো জানতে পারছে। আমরা চাই সকলের সহযোগিতায় বাজারে স্থিতিশীলতা ফিরে আসুক।
|