ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকায় তীব্র
যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর টোল প্লাজা ও ইলিয়টগঞ্জে দুটি ট্রাক বিকল হয়ে
যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সেতুর
দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল।
এ সম্পর্কে দাউদকান্দি
হাইওয়ে থানার উপপরিদর্শক মো. কাউসার জানান, বুধবার রাত তিনটার দিকে ঢাকা
থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কের মেঘনা-গোমতী
সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছানোর পর এক্সেল ভেঙে অচল হয়ে পড়ে। এতে সড়কের
চট্টগ্রামগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে
নেওয়া হয় এবং আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে ভোর চারটার
দিকে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে কুমিল্লাগামী একটি ট্রাকের চাকা ফেটে
মহাসড়কে আটকে যায়। এতে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ রেকার এনে ট্রাকটি অন্যত্র সরিয়ে নেয়। পরে
যানবাহন চলাচল শুরু হয়। তবে অনেক যানবাহন উল্টো পথে দ্রুত যাওয়ার চেষ্টা
করে। তখন যানজট তীব্র আকার ধারণ করে। ভোর পাঁচটার দিকে সেতুর টোল প্লাজা
থেকে চান্দিনা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
তবে ধীরে ধীরে যানজট কমতে থাকে। সকাল সাড়ে নয়টায় ঢাকাগামী লেনে দাউদকান্দির
ইলিয়টগঞ্জ থেকে শহীদনগর পর্যন্ত ১৫ কিলোমিটার এবং চট্টগ্রামগামী লেনে
মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ৫ কিলোমিটার যানজট ছিল।
এদিকে
যানজটে আটকা যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। নোয়াখালী থেকে
আসা ঢাকাগামী পিকআপ ভ্যানের যাত্রী ওষুধ কোম্পানির কর্মকর্তা আবদুল মালেক
সকাল পৌঁনে আটটায় দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকায় যানজটে আটকে ছিলেন।
তিনি বলেন, ‘জরুরি কাজ থাকায় গতকাল রাতে ঢাকায় রওনা দিয়েছি। ভোর পৌঁনে
পাঁচটায় মহাসড়কের চান্দিনা পালকী সিনেমা হলের সামনে এসে যানজটে আটকা পড়ি।
২০ কিলোমিটার পার হতে ৩ ঘণ্টা লেগেছে। ঢাকায় পৌঁছাতে যে কত সময় লাগবে!’
কুমিল্লা
থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের বাসের চালক রফিকুল ইসলাম সকাল আটটায়
মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকায় যানজটে আটকে থেকে বলেন, তিনি ভোর সাড়ে
পাঁচটায় কুমিল্লা শহর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১০০ কিলোমিটার
অতিক্রম করার পর সকাল সাড়ে সাতটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। সকাল ছয়টায়
মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর যানজটে আটকা পড়েন। দুই ঘণ্টা
পর সকাল আটটায় দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ২০ কিলোমিটার এসেছেন।
ঢাকা
থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক আবজাল হোসেন মহাসড়কের দাউদকান্দির
শহীদনগরে যানজটে আটকে ছিলেন। সকাল সাড়ে আটটায় তিনি জানান, মহাসড়কের
মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত পাঁচ
কিলোমিটার অতিক্রম করতে তাঁর দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
দাউদকান্দি
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, যানবাহন চলাচল
স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে
থানা–পুলিশ যৌথভাবে কাজ করছে।