কুমিল্লায়
র্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ মাদককারবারীকে গ্রেফতারসহ ১শ সাড়ে
২৪ কেজি গাজা উদ্ধার করেছে। গতকাল ১ আগষ্ট বৃহস্পতিবার র্যাব-১১ এর
সদস্যরা জেলার সদর উপজেলা ও বুড়িচং উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পরিচালনা করে এসব উদ্ধার ও আটক করে। এ সময় তাদের সাথে থাকা মাদক পরিবহনে
ব্যবহৃত ১টি ট্রাক, ১টি পিক-আপ ও ১টি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
র্যাবের
প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতাকৃত আসামিরা হলো গোপালগঞ্জ জেলার সদর উপজেলার
কুয়াডাঙ্গা গ্রামের মৃত আমান শেখের ছেলে রিপন শেখ (৫১), চন্দ্র দিঘলিয়া
গ্রামের সিরাজ মোল্লার ছেলে জিহাদ মোল্লা (২৪), কুমিল্লা জেলার সদর দক্ষিণ
উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত নুুরু মিয়ার ছেলে মো: জামাল উদ্দিন (৫২),
চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের মৃত ইয়াকুব মিয়ার পুত্র মো:
ইউসুফ মিয়া (৪০), একই জেলার বাঁশখালী থানার মুন্সীখিল গ্রামের মো: মুজিবুর
রহমানের পুত্র মো: আবু বক্কর (২২)।
র্যাব জানায়, আসামীদের
জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে আটককৃত মাদককারবারীরা দীর্ঘদিন ধরে
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা,
চট্টগ্রামসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও
খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব আরো জানায়, র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব
প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস
নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী,
ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১
নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।