কুমিল্লার
মহানগীতে পিয়ারলেস হাসপাতালের সাইনবোর্ড পড়ে আহত হওয়া পথচারী মারা
গিয়েছেন। নিহত পথচারীর নাম মনির হোসেন। সে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন।
গত বুধবার (৩১) জুলাই বিকাল ৫টায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
আইসিইউতে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মনির হোসেনের মেয়ে সুমাইয়া
আক্তার।
সুমাইয়া আক্তার আরো জানান, আমার আব্বা মারা যাওয়ার পর আমার
জেঠাতো ভাই আলমগীর ও আমার আম্মা আদালতে গিয়ে স্বাক্ষর দিয়ে আসছে। বাকী আর
কিছু জানিনা। আমার জেঠাতো ভাই বিস্তারিত বলতে পারবে।
নিহত মনির হোসেনের
স্ত্রী রাশেদা আক্তার জানান, আমার স্বামী মারা গিয়েছে। আমার এখন হিতাহিত
জ্ঞান নেই। বিষয়টি নিয়ে ঘরোয়াভাবে সিদ্ধান্ত হয়েছে। পরে আমাকে বলেছে
স্বাক্ষর করার জন্য। আমি শুধু স্বাক্ষর দিয়ে এসেছি। বিস্তারিত আমার ছেলে
বলতে পারবে। সে আসলে আপনাকে বিস্তারিত জানাব। তিনি আরো যোগ করেন, আমাকে
কিছু টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে তা আমি বলতে পারবো না। আমি ড্রয়ারে
রেখেছি। ড্রয়ারের চাবি হারিয়ে গিয়েছে। ঠিক কত টাকা আছে সেখানে বলতে
পারছিনা।
পিয়ারলেস হাসপাতালের পরিচালক শ্যামল বাবুর ভাই সন্দিশ সরকার
জানান, আমাদের হাসপাতালের সাইনবোর্ড পড়ে আহত মনির হোসেন মারা গিয়েছে। তার
স্ত্রী রাশেদা আক্তার ও তার স্বজনদের সাথে আমরা আদালতে মাধ্যমে আপোষ
মিমাংসা করেছি।
উল্লেখ্য গত ২৯ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা
মহানগরীর রেইসকোর্স এলাকায় ফ্লাইওভারের পূর্ব মাথায় পিয়ারলেস হাসপাতালের
সাইনবোর্ড পড়ে আহত হন মনির হোসেন। এ সময় আহত মনির হোসেনের নাক, কান, ও মাথা
মারাতœকভাবে জখম হয়। তিনি সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। ডিউটি শেষে
বাসায় ফেরার পথে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাসপাতালের সাইনবোর্ড পরে আহত হন।
৩০ জুলাই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি অবস্থায় দেখা যায় তার
অবস্থা খুবই সংকটাপন্ন। পাশে কেউ নেই। পাশে একটি ছেলে বসা ছিল। জিজ্ঞেস
করলে তিনি জানান, সে তার ভাতিজা।