শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১
নিহতদের স্মরণে শোক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১২:৫২ এএম |



কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালন করা হয়েছে। এদিন সকাল থেকে কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। 
গতকাল সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালনের সিদ্ধান্ত হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এদিকে আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সব সহযোগী সংগঠন, ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শোকের কালো ছবি শেয়ার করতেও দেখা গেছে। 
সভায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দিনটি (মঙ্গলবার) ঠিক রাষ্ট্রীয় শোক দিবস নয়, এটা সরকারিভাবে শোক পালন; জাতীয় বা রাষ্ট্রীয় নয়।
গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার এ ঘটনায় ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ সাম্প্রতিক সহিংসতায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জন।













সর্বশেষ সংবাদ
সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল
হত্যা মামলায় সুবিদ আলী ভূইয়ার ভাতিজা গ্রেফতার
কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার,দোয়া ও আলোচনা সভা
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল
পদুয়ার বাজার ফুটওভার ব্রিজে ঝুঁকি নিয়ে চলাছল
হত্যা মামলায় সুবিদ আলী ভূইয়ার ভাতিজা গ্রেফতার
তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২