ব্রাহ্মণবাড়িয়ায়
পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর
উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো– ঘাটুরা গ্রামের সুমন মোল্লার পাঁচ বছরের ছেলে আব্দুর রহমান এবং একই এলাকার রহমত মিয়ার ছয় বছরের ছেলে আবদুল্লাহ।
এ
তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন
জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিলেন। সে সময় শিশু আব্দুর রহমান ও
আবদুল্লাহ বাড়ির পাশে উঠানে খেলা করছিল। পরে পরিবারের লোকজন দীর্ঘ সময়
তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের
পানিতে শিশুদের স্যান্ডেল ভাসতে দেখা যায়। ওই পুকুর থেকে তাদের স্থানীয়রা
উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসলাম হোসেন আরও জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা
ময়নাতদন্তে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।