
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে এবং আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার
মু. মুশফিকুর রহমান। এছাড়া পুলিশ সুপার সাইদুল ইসলাম জানিয়েছেন, গত কয়দিনের
নাশকতায় যারা ইন্ধন দিয়েছেন এবং গুজব ছড়িয়েছেন তাদেরও আইনের আওতায় আনা
হচ্ছে। তাঁরা বুধবার দুপুরে আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বিত টহল শুরুর আগে
কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি জানান, মানুষজন
স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে এসেছে। আমরা মহাসড়কে শতভাগ নিরাপত্তা নিশ্চিত
করেছি। মহাসড়কে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং হাইওয়ে পুলিশ
সমন্বিত ভাবে নিরাপত্তার কাজে সহযোগিতা করছে। যাত্রীরা যেন নিরাপদে
গন্তব্যে পৌছাতে পারে তা নিশ্চিত করছেন। গতকাল এবং আজও যাত্রীরা নিরাপদেই
গন্তব্যে গিয়েছেন।
পুলিশ সুপার সাইদুল ইসলাম আরো জানান, সরকারি কাজে
বাঁধা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং পুলিশের উপর হামলার ঘটনায় সব বিবেচনায়
এপর্যন্ত পুলিশ বাদী হয়ে মোট ৫টি মামলা করেছে। এসব মামলায় ১১৫ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গুজব প্রতিরোধেও আইনশৃঙ্খলাবাহিনী
সচেষ্ট রয়েছে। যে তথ্য ছড়ায় তার সত্যতা আগে নিশ্চিত হবার জন্য
কুমিল্লাবাসীকে অনুরোধ করেছেন।
এদিকে বুধবার সকাল
৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লায় কারফিউ শিথিল ছিলো। এই সময়টাতে
নগরীর সড়কগুলোতে পর্যাপ্ত যানবাহনও চোখে পড়েছে। নগরীর প্রধান প্রধান
এলাকাসহ অলিতে-গলিতে দোকান পাট খুলে বেচাকেনা করা হচ্ছে। জেলা সদর ছাড়াও
আভ্যন্তরিণ সড়কগুলোতেও যানবাহন চলছে। সব মিলিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে
নগর কুমিল্লা। গতি ফিরেছে স্বাভাবিক চলাফেরায়। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে
সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে কুমিল্লা।