মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১
চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ কুমিল্লার চান্দিনায় দাফন সম্পন্ন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১০:৩৫ পিএম |

চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ কুমিল্লার চান্দিনায় দাফন সম্পন্ন
কোটা আন্দোলন বা কোন প্রকার সংঘাতে না জড়িয়েও চট্টগ্রামে গুলিতে নিহত ওয়ার্কসপ মিস্ত্রি ফারুক এর মরদেহ পুলিশী পাহারায় শ্বশুর বাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয়। একজন ওয়ার্কসপ শ্রমিকের এমন নির্মম হত্যাকান্ডে বাকরূদ্ধ পরিবারের সদস্যরা। তার এই হত্যার দায় কে নিবে? এমন প্রশ্ন তুলছেন এলাকাবাসী। 

বুধবার (১৭ জুলাই) সকাল ৮টায় চান্দিনা থানা পুলিশের উপস্থিতিতে অনেকটা তরিঘড়ির মধ্যে দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 

এর আগে রাত আড়াইয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের পর পুলিশী পাহারায় মরদেহ নিয়ে চান্দিনার উদ্দেশ্যে রওয়ানা করেন পরিবারের সদস্যরা। চট্টগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত পুলিশী পাহারায় মরদেহ বাড়ি পৌঁছে সকাল সাড়ে ৬টায়। বাড়িতে খবর পৌঁছানোর পর পূর্বেই কবর প্রস্তুত করে রাখায় সকাল ৮টার মধ্যে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় নিহত শ্রমিক ফারুক এর। 

জানা যায়, নিহত ফারুক হোসেন পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে। তার বাবার নাম দুলাল মিয়া। কর্মের তাগিদে চট্টগ্রামের লালখান বাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। ২০০৭ সালে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর গ্রামের সহিদুল ইসলাম এর মেয়েকে বিবাহ করে একই ইউনিয়নের সব্দলপুর গ্রামে জায়গা কিনে নিজের ঠিকানা করেন চান্দিনায়। যেহেতু চট্টগ্রামে কর্ম করেন সেহেতু স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামের ভাড়া বাসায়ই বসবাস তার। 

নিহতের শ্যালক চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ছাত্র সাইফুল ইসলাম জানান, ফারুক হোসেন যে দোকানে কাজ করতেন ওই দোকানের কাছেই আন্দোলন চলছিল। তিনি রাস্তা অতিক্রম করে একটি হোটেলে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। তার বুকে ও পিঠে দুইটি গুলি লাগে। স্থানীয় লোকজন তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমরা খবর পাই এবং সেখানে নিয়ে তার নিথর দেহে দেখতে পাই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফারুক ভাই তো কোন আন্দোলন করেনি, তিনি তো কারও সাথে একাত্মতাও করে সংঘাতে জড়ায়নি। আমার ভাগিনা (ফারুক এর ছেলে) সপ্তম শ্রেণীতে পড়ে এবং ভাগ্নিটার বয়স মাত্র ৬। এই শিশুগুলোকে নিয়ে আমার বোনটা কি করবে? 

নিহত ফারুক হোসেন এর স্ত্রী সীমা আক্তার বলেন, আমরা গরীব মানুষ। আমার পরিবারে স্বামী ছাড়া আর কেউ নেই। আমার স্বামী তো কারও সাথে ঝগড়া করতে যায়নি? আমার স্বামী তো রাস্তা বন্ধ করেনি। বন্ধ রাস্তা পার হতে যাওয়াই তার অপরাধ ছিল? আমার স্বামীকে কেন এভাবে হত্যা করলো তার বিচার চাই বলেই মুর্ছা যায় স্বামীহারা সীমা আক্তার। 

বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম জানান, নিহত ফারুক খেটে খাওয়া মানুষ। আন্দোলন বা রাজনীতি কোনটাইতেই নেই। কোটা আন্দোলন সফল বা বিফল কিছুতেই তার যায় আসে না। তার মতো শ্রমিকের এমন নির্মম মৃত্যুর দায় কে নিবে? মাথার উপর থেকে ছাতা উড়ে যাওয়া এই পরিবারের দায়িত্বই বা কে নিবেন? নাবালক দুই সন্তান পিতা হারানোর যে বেদনা এখনও তারা বুঝতে শিখেনি। তাদের মাথায় কে-ই বা হাত বুলাবে? তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সকল আন্দোলন ফারুকরাই বলির পাঠা হচ্ছে। 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পুলিশী পাহারায় দাফন সম্পন্ন হয়েছে। সরকারের তরফ থেকে কোন সহযোগিতার হাত বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চট্টগ্রাম থেকে সহযোগিতা করার কথা। আমি খোঁজ নিয়ে জেনে বিস্তারিত জানাবো। 













সর্বশেষ সংবাদ
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
সারা দেশে গ্রেপ্তার ৩৪৩ জন, অস্ত্র উদ্ধার
চান্দিনায় ভোটার হালনাগাদে ‘ফরম’ সংকট
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
কুমিল্লায় ১৮০০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ডাকাত দলের তিন মিনিটের মিশন
‘চিহ্নিত আইনজীবীদের’ আদালতে প্রবেশ ঠেকাতে ছাত্র-জনতার অবস্থান
‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেপ্তার ১৩০৮
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২