নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীতে হামলার শিকার হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা
ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ। হামলায় তার হাতের কব্জিতে মারাত্মক
জখম হয়েছে। আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
শনিবার
(১৩ জুলাই) সকালে নগরীর রানীর দিঘীর দক্ষিণ পাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজিয়েট স্কুলের সামনে পার্কে বসে থাকা অবস্থায় তার ওপর দুইজন যুবক
অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সবুজের কব্জিতে গুরুতর
জখম হয়।
বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। তিনি জানান, হামলার পর কুমিল্লা
মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া
হচ্ছে।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি সবুজ শনিবার
সকাল পৌনে দশটার দিকে কুমিল্লা মহানগরীর কান্দির পাড় ভিক্টোরিয়া সরকারি
কলেজ ইন্টার মিডিয়েট শাখা সংলগ্ন রাণীর দিঘির দক্ষিণ পাড়ে মিনি পার্কে
দোলনায় বসা ছিলেন। এ সময় দুষ্কৃতকারীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত
হামলা চালায়। অস্ত্রের আঘাতে সবুজের কব্জিতে গুরুতর জখম হয়। সেখান থেকে
উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
কুমিল্লা
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান,
প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। তবে কারা
হামলা চালিয়েছে এ বিষয়ে পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে
হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।