কুমিল্লা
আদর্শ সদর উপজেলার বারপাড়া থেকে রাশিদা আক্তার নামে একজন নিখোঁজ হয়েছে।
তার বয়স ৪১ বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রংয়ের কামিজ, নীল রংয়ের
সালোয়ার ও গোলাপী রংয়ের ওড়না। গতকাল ১২ জুলাই সন্ধা ৭টার দিকে বারপাড়া থেকে
টমছম ব্রিজ যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তিনি আদর্শ সদর উপজেলার জগন্নাথপর
ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের কন্যা ও একই
গ্রামের প্রবাসী মো: রিপন মিয়ার স্ত্রী। নিখোঁজ রাশিদা আক্তারের ১ মেয়ে ও
দুই বছরের এক ছেলে রয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ্য। কুমিল্লা কোতয়ালী
মডেল থানার জিডি নং-১০৭৭, তারিখ: ১৩/০৭/২০২৪ইং। যদি কোন সহৃদয়বান ব্যক্তি
তার সন্ধান পান নি¤েœাক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
-০১৭১১৭৮৫৪৫৬, ০১৭১৬০৫৭০১৮