স্যালুন
লাইব্রেরী, বাস কাউন্টার লাইব্রেরী, হাসপাতাল লাইব্রেরীর পর কুমিল্লা
নগরের বজ্রপুর এলাকার ইউছুফ স্কুল রোডে গতকাল ১২ জুলাই সন্ধ্যায় 'আলোকিত
বজ্রপুর' এর স্বাপ্নিক উদ্যোগ ' উন্মুক্ত লাইব্রেরী-১' এর শুভ উদ্বোধন করা
হলো। শিশু, কিশোর, যুবকদের প্রত্যেকের দেয়া ১টি করে বই নিয়ে ১০০ টি বই দিয়ে
আলোকিত বজ্রপুর এ স্বপ্নময় সম্ভাবনার যাত্রা শুরু হয়েছে। এটি পথচারীদের
জন্য দিনরাত চব্বিশ ঘণ্টা খোলা থাকবে।
আলোকিত বজ্রপুরের তরুণ সদস্যদের
উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন, আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী
পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, কুমিল্লা
বীরচন্দ্র গণপাঠাগারের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ , ইতিহাসবিদ ও
গবেষক আহসানুল কবীর, কবি লেখক অধ্যক্ষ গৌরাঙ্গ দাস, সংগঠক রফিকুল ইসলাম
সোহেল। উপস্থিত বক্তারা বলেন মানবিক ও আলোকিত সমাজ গড়তে উন্মুক্ত লাইব্রেরী
ধারনা বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাসিবুল
হাসান সুমন।