মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১
মন্ত্রী-এমপিরা দেশে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৯:৪৯ পিএম |

মন্ত্রী-এমপিরা দেশে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ও মন্ত্রীরা যদি বিদেশে না গিয়ে দেশীয় হাসপাতালেই চিকিৎসা নেন, তাহলে স্বাস্থ্যখাত সম্পর্কে সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (৯ জুলাই) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বিদেশে যাচ্ছেন না, তিনি বাংলাদেশেই চক্ষু পরীক্ষা করিয়েছেন। এভাবে যদি আমাদের সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে এই সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে।’

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি তো জোর করে কাউকে বিদেশ পাঠাচ্ছি না। কেউ যদি তার বাবা বা স্ত্রীকে নিজের পয়সা দিয়ে বিদেশমুখী করেন, তাহলে সেখানে তো আমার করার কিছুই নেই।’

‘স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমার দায়িত্ব, মানুষ যেন আমাদের দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা করার ভরসা পান। তারা যেন মনে করেন, এদেশেও চিকিৎসা আছে। শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে তো বিদেশ থেকেও রোগী আসছে,’ বলেন মন্ত্রী।

তিনি জানান, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা নিয়ে অনেকদিন ধরেই আমরা কাজ করে আসছি। রোগী এবং চিকিৎসকদের সুরক্ষা দিতেই এ আইনটি করা হচ্ছে।’

‘শুধু চিকিৎসকদের সুরক্ষা নয় বরং রোগীরাও যেন সঠিক সেবা পান এবং চিকিৎসায় অবহেলা না হয়, এসব নিয়েই এ আইন করা হচ্ছে। এটা এখনও পর্যালোচনা পর্যায়ে আছে। আমি মনে করি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিয়ে কয়েকটি মিটিংও আমি করেছি।’












সর্বশেষ সংবাদ
গণহত্যা দিবস আজ
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
বেলালের পরিবারে কান্নার রোল
তিতাসে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় একটি বিয়ের আকর্ষণীয় অনুষ্ঠান
ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না: হাজী ইয়াছিন
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
কুমিল্লায় এনসিপির ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২