নোংরা-অস্বাস্থ্যকর
পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করার দায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আল বারিয়া
বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুলাই ) সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে
নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ
ফারহানা পৃথা। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের
( বিএসটিআই ) পরিদর্শক ( কুমিল্লা ) কাজী মো. শাহান ও থানা পুলিশের একটি
দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার
সাহেবাবাদ বাজারে নোংরা বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ ব্যাতিত, খাদ্যে রং
ব্যবহার করার আলামত পাওয়ায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য
উৎপাদনের অপরাধে এক বেকারীর মালিক জনাব হুমায়ুন কবিরকে নগদ ৩০ হাজার টাকা
অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।