মনোহরগঞ্জে ১৫শ’ তালের চারা রোপন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১১টায় বজ্রপাত রোধে ও পরিবেশ রক্ষায় এ তালের চারা রোপন করা হয়। এসময় শিশু, কিশোর ও আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে তালের চারা ও অন্যান্য বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আবদুল মজিদ খান রাজু, কামাল হোসেন, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে উপজেলার ১১টি ইউনিয়নে সদ্য নির্মিত কাবিখা/কাবিটা/টিআর ও কর্মসূচির মাটির রাস্তাগুলোতে এ চারাগুলো রোপন করা হয়। বিভিন্ন ইউনিয়নে চারা রোপনকালে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন কালে বক্তারা বলেন, বজ্রপাত রোধে এই তালগাছ বেশ সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি পরিবেশবান্ধবও বটে। এছাড়া ভূমি ক্ষয়, ভূমিধ্বস, ভূ-গর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এ গাছ। তাই আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে তালগাছসহ অন্যান্য বৃক্ষরোপনের আহবান জানান তারা।