ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মফিজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
৩০
জুন (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট স.ম আজহারুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়
কলেজের সামনে অবস্থিত একটি ভ্যারাইটিজ স্টোর এর সত্বাধিকারী মফিজুল ইসলামকে
ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সূত্রে
জানা যায়,
মফিজুল ইসলাম অনেক দিন যাবত তার দোকানে মানহীন খাদ্যদ্রব্য
বিক্রি করে আসছে। মানহীন খাদ্য দ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ব্রাহ্মণপাড়া
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম আজহারুল ইসলাম
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মফিজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ
সময় তিনি এ ধরনের মানহীন খাদ্যদ্রব্য আর বিক্রি করবে না বলে অঙ্গীকার করেন।
এ সময় ব্রাহ্মণপাড়া সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া
থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করেন।