কাবার চাবি সংরক্ষক শায়েখ সালেহের ইন্তেকাল
|
পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়েখ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। হারামাইন শরিফাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল সাইটে এটি নিশ্চিত করা হয়। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। |