কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বীরাঙ্গনা আলেয়া বেগম মারা গেছেন। মঙ্গলবার (
১১ জুন ) দুপুর সোয়া একটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই তিনি
মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহ... রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেন ওই বাড়ির
বাসিন্দা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন।
মুক্তিযোদ্ধা
আলেয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের বড়বাড়ির ইউনুস মিয়ার
স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়েসহ
অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আলেয়া বেগম মুক্তিযুদ্ধ
চলাকালে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যার কারণে শয্যাশায়ী ছিলেন।
বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুরের দিকে তিনি তাঁর নিজ বাড়িতে মারা যান।
এদিকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বাদ এশা তাঁর জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক
এডভোকেট আবদুল বারী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি,
মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম,
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মিশন সহ উপজেলার বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ।