ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে সোমবার রাতে টিকটকার প্রিন্স মামুনকে
গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়,বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে
রবিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা আক্তার
ফারহাদ।
সোমবার রাতে প্রিন্স মামুন চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকা যাওয়ার
সময় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ
মোজাম্মেল হক তাকে গ্রেফতার করেন। পরে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা
পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক
জানান, ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ প্রিন্স মামুনের অবস্থান সম্পর্কে
আমাদের অবগত করে তাকে গ্রেপ্তারে সহযোগিতা চান। রাত সাড়ে ৯ টায় টোলপ্লাজা
থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে রাত ১২ টায়
ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে নিয়ে যায়।