মঙ্গলবার ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল ৮ টায়
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০১ এএম |


 কুমিল্লায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল ৮ টায়
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পত্রি ঈদ উল আজহার প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। রবিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উল আযহার সার্বিক প্রস্তুতি ও করনীয় সম্পর্কিত বিষয়ক এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
ঈদের দিন কোরবানির বর্জ্য নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থায়ী ও আউটসোর্সিং মিলে প্রায় ৪শ’ শ্রমিক কাজ করবে। ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য ৩৮টি গাড়ী থাকবে। অন্যদিকে কাউন্সিলরদের মাধ্যমে ২৪ হাজার ব্যাগ বিতরণ করা হবে যেন নগরবাসী তাদের কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে পারেন।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), স্থানীয় সরকার উপপরিচালক স্থানীয় সরকার এস. এম. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাসায়ী নেতা শাহ মুহাম্মদ আলমগীর খান, প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল, কুসিক প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী।
সভায় আরো জানানো হয়, ঈদগাহে নিরাপত্তা ও শৃঙ্খলায় কাজ করবেন কুমিল্লা জেলা পুলিশ। ইদগাহ মাঠের গুরুত্বপূর্ন প্রবেশপথ ও রাস্তায় সিসিক্যামেরা লাগানো হবে। গাড়ী পার্কিংয়ের জন্য আশেপাশের উন্মুক্ত জায়গা ব্যবস্থা করা হবে।
সভায় জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বলেন, কুমিল্লায় এর আগের ঈদগুলো খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে উদযাপিত হয়েছে। এবারের ঈদও কুমিল্লাবাসী সুন্দর ভাবে উদযাপন করব সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে তিনি কুমিল্লাবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।














সর্বশেষ সংবাদ
চোখ উপড়ে ফেলায় সাবেক এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানেবিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
দাউদকান্দি পৌরসভায় ৫নং ও ৬নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা
একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
ডাকসু ভোট: ১০ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার
কীট সংকটে হচ্ছে না শনাক্ত, উপসর্গ নিয়ে ঘুরছে মানুষ
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২