সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১
কক্সবাজারে বাইক দুর্ঘটনায় বুড়িচংয়ের ২ যুবক নিহত
সৌরভ মাহমুদ হারুন:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০১ এএম |

 কক্সবাজারে বাইক দুর্ঘটনায় বুড়িচংয়ের ২ যুবক নিহত
মেরিন ড্রাইভ সড়কে মটরসাইকেল চালাতে গিয়ে সিএনজি'র সাথে সংঘর্ষে শনিবার ঘটনাস্থলে তুষার(২২) এবং রবিবার চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান (২৩) নামে দুইজন পর্যটক নিহত এবং সিএনজি ড্রাইভার জসিম (৫২) আহত হয়।
শনিবার (৮জুন) বিকেল ৪টার দিকে রামু হিমছড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মজিদের পুত্র।বিষয়টি নিশ্চিত করেন, হিমছড়ি ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল।
নিহতদের বন্ধুদের বরাতে তিনি জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টা প্রতি ৩শত টাকা করে রেন্ট বাইক ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা বাইক নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা করেন। তার হিমছডি পয়েন্টে পৌঁছালে সেখানে একটি সিএনজির সাথে তাদের মটরসাইকেল সংঘর্ষ হয়।তারা দুজনই কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুষার ও জাহেদ কলাতলী থেকে রেন্ট এ বাইক থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন, সেখানে একটি সিএনজির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে শনিবার ঘটনাস্থলে তুষার নামের ওই পর্যটক নিহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে তুষারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং শাহজাহান কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানও মৃত্যু বরণ করেন।
মূলত কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্স বিহীন চালকদের বাইক ভাড়া দেওয়া হয়। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়রা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে কক্সবাজারের প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও দেদারছে এ বাইক ভাড়া দেওয়া হচ্ছে মেরিন ড্রাইভ সড়কে।












সর্বশেষ সংবাদ
মহাসড়কের কুমিল্লা রিজিয়নে থাকবে ৮ শতাধিক পুলিশ
কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না: হাজী ইয়াছিন
সাগরে নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
দল গোছাতে ঐক্যের বিকল্প নেই: জাকারিয়া সুমন
কুমিল্লায়খাদ্য সংকটে ভোগছে ১৫ হাজার এতিম শিশু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিসেম্বর পর্যন্ত ধৈর্য্য ধরার আহবান কায়কোবাদের
কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ধর্ষণে অন্ত:স্বত্ত্বা গৃহবধূ শ্বশুড় আটক
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ঈদযাত্রায় ৮ কিলোমিটারে ভোগান্তির শঙ্কা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২