ফেনীতে বজ্রপাতে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (০৯ জুন) দুপুরের দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে।
নিহত মাদরাসাছাত্রের নাম আনোয়ার হোসেন (১৪)। সে ফেনী সদর উপজেলার উত্তর কাশিমপুর গ্রামের নূর করিমের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন ও তার বাবা নুর করিম দুপুরের দিকে গ্রামের কড়া খাল নামক স্থানে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে রওনা হন। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল হক লিটন জানান, তিনি বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ফেনী মডেল থানা পুলিশকে অবহিত করেন।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।