প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১২:২৯ এএম আপডেট: ০৯.০৬.২০২৪ ১:০১ এএম |


নিজস্ব
প্রতিবেদক: অর্থব্যবস্থাপনায় দক্ষতা, সঞ্চয়ের মনোভাব বৃদ্ধি ও অভ্যাস গড়ে
তোলার লক্ষ্যে কুমিল্লায় ৪৪ টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল
ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর ফান টাউন
অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের
পরিচালক (প্রশাসন) মোহাম্মদ বদিউজ্জামান দিদার। লিডব্যাংক ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংক পিএলসির আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্সে আরো অংশগ্রহণ
করেন জেলার ৪৪ টি ব্যাংক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কনফারেন্সে বক্তারা
বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অন্যতম
গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশেও ২০১০ সাল থেকে স্কুল ব্যাংকিং
কার্যক্রম চালু করা হয়েছে।শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আধুনিক
ব্যাংকিং প্রযুক্তির সাথে ছাত্র-ছাত্রীদের পরিচিত করানোর লক্ষ্যে বাংলাদেশ
ব্যাংক ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং অনুমোদন করে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং কুমিল্লার
ব্যাংকসমূহের অংশগ্রহণে শিক্ষার্থীদের এই স্কুল ব্যাংকিং কনফারেন্স।
ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ মোক্তার আহমেদ
চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। জেলা শিক্ষা
কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা রিক্তা বড়ুয়া,
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং এর প্রধান মো: সেকান্দার
ই আজম।
কনফারেন্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার দেওয়া হয়।