'স্মার্ট
ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার (৮জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা
হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম
আজহারুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, সদর
ইউপি চেয়ারম্যান জহিরুল হক ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন বক্তারা।
বক্তারা
বলেন, উপজেলার সকল নাগরিকদের নিরবচ্ছিন্ন ভূমিসেবা প্রদানই উপজেলা ভূমি
অফিসের অঙ্গীকার। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা ও জিজ্ঞাসার জন্য উপজেলা ভূমি
অফিসে আসুন। নাগরিকদের উপস্থিতি এই ভূমিসেবা সপ্তাহের উদ্দেশ্যেকে ফলপ্রসূ
ও প্রাণবন্ত করে তুলবে।
ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভূমি বিষয়ক
সেবা সহজীকরণের লক্ষ্যে উপজেলা ভূমি অফিস কার্যালয়সহ সকল তহশীল অফিসে
নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ভূমি
সংক্রান্ত আইন, অধিকার ও অপরাধ বিষয়ে সচেতন করার লক্ষ্যে আগামী ১১ জুন
আয়োজন করা হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা।