শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
২৪ কার্তিক ১৪৩১
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
গ্রিলিশ ও ম্যাগুইয়ারকে ছাড়াই ইংল্যান্ডের চূড়ান্ত দল
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১২:০৯ এএম |


 

গত মৌসুমেও ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সাফল্য যেন এখন অনেক পুরোনো কথা। ফর্মহীনতায় ২০২৩-২৪ মৌসুমে সিটির হয়ে যথেষ্ট খেলার সুযোগ পাননি, এবার জাতীয় দলেও জায়গা হারালেন ২৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
তাকে ছাড়াই আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আগে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ। সেটাকেই বৃহস্পতিবার ২৬ জনে নামিয়ে আনেন তিনি। জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারেরও।
এদিনই শুরুতে টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্সের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয় বোর্ডে পক্ষ থেকে। এছাড়া বাদ পড়েছেন বার্নলির গোলকিপার জেমস ট্র্যাফোর্ড, লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহ ও এভারটন ডিফেন্ডার জ্যারড ব্র্যাথওয়েইট।
ম্যাচ খেলার ঘাটতি থাকলেও টিকে টিকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট-ব্যাক লুক শ। হ্যামস্ট্রিং চোটে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে আছেন তিনি। গত সোমবার বসনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা প্রীতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি।
ওই ম্যাচেই উজ্জ্বল পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেছেন ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার এবেরিসে এজে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। বসনিয়া ম্যাচ দিয়ে অভিষেক হয় এজের ক্লাব সতীর্থ অ্যাডাম হোয়ার্টনের। বদলি হিসেবে নেমে সেদিন ৩০ মিনিটের মতো খেলা ২০ বছর বয়সী এই মিডফিল্ডারও ইউরোর দলে আছেন।
জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া ইউরোর আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড; শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে।
আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাত্রা শুরু করবে গতবারের রানার্সআপরা। ‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক।














সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু, ওয়াশরুম থেকে লাশ উদ্ধার
ময়নামতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
জিয়াউর রহমান কোন অবস্থাতেই এ দেশ থেকে পালিয়ে যাননি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কলকাতায় পলাতক কুমিল্লার সাবেক এমপি বাহারের নতুন ছবি প্রকাশ্যে
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু
লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন সাংবাদিক তারিক চয়ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২