নিজস্ব
প্রতিবেদক: ৫ জুন প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষ্যে কুমিল্লায়
ক্লাবটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘সবুজে
সাজাই বাংলাদেশ’- স্লোগানে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা
হয়।
এ উপলক্ষ্যে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কুমিল্লা জেলার সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ
উদ্দিন আহমেদ। এসময় চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়,
কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নার্গিস আখতার, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক
জহির শান্ত।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও
প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে
বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যতœ নিতে হবে। বাংলাদেশকে সবুজ করে
করে গড়ে তুলতে। সবুজে সাজাতে হবে। আর এ লক্ষ্যে চ্যানেল আইয়ের প্রকৃতি ও
জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের এ
কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ। প্রাণ ফিরে পাবে
আমাদের প্রকৃতি।
পরে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ
ও ঔষুধী গাছের চারা তুলে দেন। এসময় শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে
অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা প্রত্যেকে অন্তত
তিনটি করে গাছের চারা রোপণ করবো এবং অন্যদেরকেও উৎসাহিত করবো। তারা প্রকৃতি
ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।