হোমনা
প্রতিনিধি: বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী হোমনা উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ জুন বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের
চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩
জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জর এবং মহিলা ভাইন চেয়ারম্যান পদে ৩ জন মোট ৯ জন
প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।
এতে মহিলা ভাইস চেয়ারম্যান
হিসাবে বিএনপির বহিষ্কৃত নেত্রী নাজমা হক ঠমফুটবল প্রতীকে ২১০৪৪ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছের। । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁসরপ্রতীকে এ্যাড.
খন্দকার হালিমা বেগম পেয়েছেন ১৮১১৩ ভোট ও কলস প্রতীকের শিউলী আক্তার আলো
পেয়েছেন ১৪৮৬৮।
জানাযায় পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নাজমা হক কে বিএনপি
থেকে বহিস্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব
এ্যাডভোকেট. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে তাকে এ বহিস্কার করা
হয়।
হোমনা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হোমনা
উপজেলায় মোট ভোটার ১লাখ ৭৯ হাজার ২৪৩ ভোট। এর মধ্যে প্রদেয় ভোটের সংখ্যা
৫৮২২২ ভোট, বৈধ ভোট ৫৪০২৫ ও বাতিল ৪১৯৭ ভোট
যা মোট ভোটের শতকরা ৩২.৪৮ ভাগ।