ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরির অভিযোগে এক নারীসহ দুইজনকে
গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে
পুলিশ। বুধবার ( ৫ জুন ) সকালে উপজেলার সদর এলাকা ও দুলালপুর ইউনিয়নের
বেজুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন, উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার গনি মাস্টার বাড়ির মো.
হোসেন মিয়ার ছেলে মো. রাফি ( ২৮ ) ও উপজেলার সদর এলাকার মো. সোহেল মিয়ার
স্ত্রী লিমা আক্তার ( ৩০ )। এর আগে গত ৪ জুন রাতে উপজেলার দুলালপুর
ইউনিয়নের বেজুরা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মো. ইমাম হোসেন বাদী হয়ে
অজ্ঞাতনামা আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি চুরির অভিযোগ করেন। মামলায়
তিনি অভিযোগ করেন, গত ১ জুন রাতের কোনোএক সময় তার ঘরের আলমারি থেকে কে বা
কারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ
আমলে নেওয়ার আট ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে
তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের কাছ
থেকে ৩ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। এছাড়াও চুরির
সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া
থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, চুরির অভিযোগ আমলে নেওয়ার আট ঘণ্টার
মধ্যে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায়
চুরির সঙ্গে জড়িত মর্মে জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া
স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের
গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত আছে।