রোববার ৮ ডিসেম্বর ২০২৪
২৪ অগ্রহায়ণ ১৪৩১
আ.লীগ অফিসে বজ্রপাত, বিস্ফোরণে বিধ্বস্ত সবকিছু
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৭:৩৯ পিএম |

আ.লীগ অফিসে বজ্রপাত, বিস্ফোরণে বিধ্বস্ত সবকিছুগভীর রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে বজ্রপাতে গ্যাস পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জেলা আওয়ামী লীগ অফিসে ৫টি এসি, ২টি কম্পিউটার ও ১৬টি ফ্যানসহ চেয়ার-টেবিল, আলমারি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

জানা যায়, শহরের মেইন রোডের রাস্তা ও ড্রেনের কাজ চলছে। ঠিকাদারের অসচেতনতার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায়। এরপর প্রচণ্ড বেগে গ্যাস আওয়ামী লীগের অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। অফিস তালাবদ্ধ থাকায় গ্যাসের চাপে ৫টি এসি, ১৬টি ফ্যান, ২টি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে।

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, সকালে এ ঘটনা শুনে অফিসে যাই। সেখানে সরেজমিনে দেখতে পাই অফিসটি বিধস্ত। অফিসের ভেতরে সমস্ত এসি ফ্যানসহ সবকিছুই নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বজ্রপাতের কারণে এ ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে রাস্তার উন্নয়নের কাজের সময় ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে দ্রুত বেগে গ্যাস বের হয়ে আওয়ামী লীগ অফিসে গ্যাস প্রবেশ করে। এ সময় অফিসটি তালাবদ্ধ থাকায় অতিরিক্ত গ্যাসের চাপে এটি হয়েছে। তাই এর দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানকেই নিতে হবে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঠিকাদারের ত্রুটি আছে কিনা সেটা তদন্ত হবে। যদি ক্রটি পাওয়া যায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. কামরুল হাসান জানান, গতকাল রাত ১২টার সময় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বজ্রপাতে গ্যাস লাইন থেকে আগুন ধরলে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান হয়। তখন আওয়মী লীগ অফিসটি তালাবদ্ধ ছিল, তাই বাইরে থেকে দেখা যায়নি ঘটনাটি।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী মো. রমজান আলী জানান, বুধবার রাতে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এ সময় জেলা আওয়ামী লীগ অফিসের পাশে একটা রাইজার বসান ছিল। এ ছাড়াও উন্নয়নের কাজে আওয়ামী লীগ অফিসের সামনে মাটি খুঁড়ে ড্রেনের কাজ চলছে সেখানে গ্যাস পাইপ ছিল। গতকাল যে পরিমাণ বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে এ কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে।












সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লা মুক্ত দিবস
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয় লাকসামে হাসনাত আবদুল্লাহ
গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্ন অপ্রাসঙ্গিক
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২