ভাড়াটিয়া
সেজে বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো একটি চক্র।
চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো– মো. আলী হাসান সোহেল
(৫৫), ও সালমা (৫৩)। সোমবার (৩ জুন) নরসিংদী থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার
(৪ জুন) রাজধানীর কাওরান বাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য
জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি
বলেন, ‘গত ৩০ এপ্রিল খুলনার বানরগাতী এলাকায় ভাড়াটিয়া সেজে বাড়ির মালিকের
স্ত্রীর স্বর্ণালংকার হাতিয়ে নেয় ওই চক্র। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী
খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া কুমিল্লা,
নরসিংদী, চট্টগ্রাম, যশোর, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একই কায়দায়
স্বর্ণালংকার, টাকা-পঁয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে তারা। অভিযোগ
পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও
র্যাব-১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।’
আসামিদের
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘খুলনার বানরগাতী এলাকায় ভুক্তভোগীর
স্বামী আব্দুর রহমানের পাঁচতলা একটি বাড়ি রয়েছে। বাড়ির পঞ্চম তলায় একটি রুম
ভাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৮ এপ্রিল স্বামী-স্ত্রী পরিচয়ে ওই রুমে ওঠে
অভিযুক্তরা। ঘটনার দিন সকালে সালমাকে নিয়ে ভবনের তৃতীয় তলায় ভুক্তভোগীর
কাছে যায় আলী হাসান। এ সময় বাড়ির মালিকের সঙ্গে কুশল বিনিময় করে তারা। পরে
ভুক্তভোগীর স্বামী রুমের ভেতরে গেলে সালমা কৌশলে ভুক্তভোগীকে পঞ্চম তলার
একটি রুমে নিয়ে যায়। ভুক্তভোগীর গলা ও হাতে থাকা স্বর্ণালংকার পরিষ্কার করে
দেওয়ার কথা বলে কৌশলে খুলে নিয়ে পালিয়ে যায় তারা। গ্রেফতার ব্যক্তিদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
র্যাবের এই মুখপাত্র বলেন,
‘এ সব চক্র দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে সরলতার সুযোগ নিয়ে নারীদের
সঙ্গে সখ্য তৈরি করে। পরে প্রতারণার মাধ্যমে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়।’
এ সব চক্র থেকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে
ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র যাচা-বাচাই করার কথাও জানান র্যাবের এই
কর্মকর্তা।