কুমিল্লার
মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে শনিবার বিকেলে গোমতি
মার্কেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি তরিকুল
ইসলাম তরুণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
জাতীয়
সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এমকেআই জাবেদের সভাপতিত্বে
সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সাংবাদিক মনির
হোসাইন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয়
সাংবাদিক সংস্থার সহ-সভাপতি জহিরুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সাখাওয়াত
হোসেন তুহিন, সাংবাদিক সাজ্জাদ হোসেন ও মাহফুজুর রহমান রুবেল প্রমুখ।
পরে
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর পক্ষ থেকে গণমাধ্যম ও সাংবাদিকতার উপর
প্রকাশিত বিভিন্ন বই উপস্থিত সাংবাদিকদের মাঝে প্রদান করা হয়।
প্রধান
অতিথির বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোঃ
জাকির হোসেন বলেন, বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যা সংবাদ ও গুজব এবং
অপসংবাদিকতা প্রতিরোধে সবাইকে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। হলুদ ও ভূয়া
সংবাদ প্রচারে সাংবাদিকদের আরো সতর্ক থাকতে হবে। সামাজিক কল্যাণে
সাংবাদিকরা আরো দায়বদ্ধ হতে হবে। বর্তমানে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে
নিজেদেরকে যুগোপযোগী সাংবাদিক গড়ে তুলতে হবে। সরকার সাংবাদিকদের কল্যাণে
বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।