বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও কৃষকের ভোটাধিকার আদায় লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ১ জুন বিকেল কুমিল্লা নগরীর ধর্মসাগরস্থ বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
মতবিনিময় সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মামুনুর রশিদ খাঁন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ‘‘কুমিল্লা বিভাগ’’ এনায়েত উল্লাহ খোকন।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কে.এম মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কে.এম মামুনুর রশিদ, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সারসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিন জেলা আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী মামুন সদস্য সচিব কুমিল্লা জেলা কৃষক দল