কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় সারা দেশের ন্যায় ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৬ হাজার ৩৭০ শিশুকে
ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ভিটামিন 'এ' ক্যাম্পেইনের উদ্বোধন
করা হয়েছে।
শনিবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
উদ্যোগে এই 'ভিটামিন-এ প্লাস' ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএনও স ম আজহারুল
ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু
হাসনাত মো. মহিউদ্দিন মুবিন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ভ্রাম্যমাণ
টিকাকেন্দ্রে এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৯ শত ৮৬
শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হচ্ছে। অপরদিকে ১২ থেকে ৫৯ মাস বয়সি
প্রায় ৩২ হাজার ৩ শত ৮৪ শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙের ক্যাপসুল। এই
কর্মসূচীতে লক্ষমাত্রার প্রায় শতভাগ অর্জিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন
মুবিন বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা,
অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন,
ভিটামিন-এ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের শিশু মৃত্যু হার
২৪ ভাগ কমায়। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়াজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য হারে
কমে আসে।