শনিবার ৭ ডিসেম্বর ২০২৪
২৩ অগ্রহায়ণ ১৪৩১
বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত ২
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ১:১২ এএম |

  বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত ২
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) সকাল ৯টার দিকে পূর্বধৈর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিরিন আক্তার ওই গ্রামের সহিদ সরকারের স্ত্রী। এছাড়াও এ ঘটনায় মোঃ সামেদ সরকার নামে আরো একজন আহত হয়েছেন।
হামলায় মারাত্মক আহত শিরিন আক্তারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সামেদ সরকারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সহিদ সরকারের বড় ভাইয়ের ছেলে আরফাত সরকার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আমি চাচি শিরিন আক্তার মহেশপুর বাজারের পাশে স্বজল ডাক্তারের বাড়িতে ছাত্রদের প্রাইভেট পড়াচ্ছিলেন। এসময় ১০/১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। খবর পেয়ে আমাদের প্রতিবেশি সামেদ সরকার ঘটনাস্থলে গেলে তার উপরও হামলা চালানো হয়। পরে তাদেরকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চাচির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবো।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঙ্গবাজার থানার তদন্ত কর্মকর্তা অমর চন্দ্র জানান, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাইনি। আহতরা চিকিৎসার জন্য কুমিল্লায় চলে গিয়েছে। তবে জানতে পেরেছিল দুই পক্ষের পক্ষে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভিকটিমরা আসলে আমরা মামলা নিবো।















সর্বশেষ সংবাদ
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার দাবি এলাকাবাসীর
চান্দিনায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
মুরাদনগরে যৌথ বাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী আটক
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’ কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‌্যালি
আমাদের ওপর কেউ প্রভূত্ব করবে- বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না -বরকত উল্লাহ বুলু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২