নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় তিন গুণী সঙ্গীতজ্ঞের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো
মনোমুগ্ধকর সুরের আড্ডা অনুষ্ঠান। শুক্রবার (৩১ মে) কুমিল্লার নজরুল
ইন্সটিটিউট কেন্দ্রে দেশবরেণ্য শিল্পী মনোয়ার হোসেন টুটুল, আসিফ তুহিন এবং
বরেণ্য গায়ক কাজী ইকরাম মোস্তাফিজ পপলুর অংশগ্রহণে এ সুরের আড্ডার আয়োজন
করা হয়। গান-আড্ডা-কথায় এক অন্যরকম আবহ তৈরি হয় শুক্রবারের এ আয়োজনে।
আমন্ত্রিত অতিথিগণও সুরের মুর্ছনায় আবিষ্ট হয়ে উপভোগ করে মনোরম এ আয়োজন।
দেশবরেণ্য
শিল্পী মনোয়ার হোসেন টুটুল এবং আসিফ তুহিন রাজধানী জয় করেছেন অনেক আগেই।
শেকড়কে আঁকড়ে ধরে কুমিল্লায় আছেন বরেণ্য গায়ক কাজী ইকরাম মোস্তাফিজ পপলু।
শুক্রবার (৩১ মে) কুমিল্লার ক’জন বোদ্ধা সংস্কৃতিজনের সাথে এই ত্রয়ী গুণী
এক সুরের আড্ডায় মিলিত হন। গানে-কথায় স্মৃতির ডায়েরি খুলে দিয়ে এ আড্ডাকে
প্রাণবন্ত করে তুলেন তারা।