শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
রাফা নিয়ে তৈরি যে ছবি কোটি মানুষের মন ছুঁয়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৯:৪৭ পিএম |

রাফা নিয়ে তৈরি যে ছবি কোটি মানুষের মন ছুঁয়েছেআট মাস ধরে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অনবরত বিমান হামলায় ইতিমধ্যে পুরো গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছেন। অথচ এই শহরে এখন স্থল অভিযানের কথা বলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের নিষেধ সত্ত্বেও গত তিন সপ্তাহে সে উদ্দেশ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। এমনকি গত রোববার রাফা শহরের উপকণ্ঠের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনারা বোমা ফেললে আগুন ধরে অন্তত ৪৫ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখ পড়ে ইসরায়েল। এ ছাড়া রাফার পক্ষে সামাজিক মাধ্যমে বিপুল জনমত গড়ে উঠতে থাকে।

রাফা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ছবিতে অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা ঘরবাড়ি ছাড়া ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া ছবিতে একটি স্লোগান লেখা আছে : ‘অল আইস অন রাফা’। যার মানে হলো সবার চোখ রাফার দিকে।

মার্কিন সাময়িকী টাইমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ মে) বিকেল পর্যন্ত এই ছবিটি প্রায় ৪ কোটি ৫০ লাখ বার শেয়ার হয়েছে। সাধারণ নেটিজেন যেমন এই ছবি শেয়ার করেছেন, তেমনি অনেক তারকাও এটি শেয়ার করেছেন।

জানা যায়, ‘শাহভ ৪০১২’ নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে ছবিটি প্রথম শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তারপরই ঝড়ের বেগে নেটিজেনরা এটি শেয়ার করতে থাকেন। শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটার, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমেও ছবিটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।
রাফা গাজার সর্বদক্ষিণের শহর। এই শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছিলেন। তবে সপ্তাহ   তিনেক আগে ইসরায়েলি সেনাবাহিনী তাদের রাফা ছাড়ার নির্দেশ দিলে জীবন বাঁচাতে এসব মানুষ এখন অন্যত্র সরে যাচ্ছেন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২