আট মাস ধরে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অনবরত বিমান হামলায় ইতিমধ্যে পুরো গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছেন। অথচ এই শহরে এখন স্থল অভিযানের কথা বলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের নিষেধ সত্ত্বেও গত তিন সপ্তাহে সে উদ্দেশ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। এমনকি গত রোববার রাফা শহরের উপকণ্ঠের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনারা বোমা ফেললে আগুন ধরে অন্তত ৪৫ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখ পড়ে ইসরায়েল। এ ছাড়া রাফার পক্ষে সামাজিক মাধ্যমে বিপুল জনমত গড়ে উঠতে থাকে।
রাফা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ছবিতে অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা ঘরবাড়ি ছাড়া ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া ছবিতে একটি স্লোগান লেখা আছে : ‘অল আইস অন রাফা’। যার মানে হলো সবার চোখ রাফার দিকে।
মার্কিন সাময়িকী টাইমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ মে) বিকেল পর্যন্ত এই ছবিটি প্রায় ৪ কোটি ৫০ লাখ বার শেয়ার হয়েছে। সাধারণ নেটিজেন যেমন এই ছবি শেয়ার করেছেন, তেমনি অনেক তারকাও এটি শেয়ার করেছেন।
জানা যায়, ‘শাহভ ৪০১২’ নামে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে ছবিটি প্রথম শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তারপরই ঝড়ের বেগে নেটিজেনরা এটি শেয়ার করতে থাকেন। শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটার, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমেও ছবিটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।
রাফা গাজার সর্বদক্ষিণের শহর। এই শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয়গ্রহণ করেছিলেন। তবে সপ্তাহ তিনেক আগে ইসরায়েলি সেনাবাহিনী তাদের রাফা ছাড়ার নির্দেশ দিলে জীবন বাঁচাতে এসব মানুষ এখন অন্যত্র সরে যাচ্ছেন।