কুমিল্লার
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা ৫ জন নিহত হবার দুর্ঘটনা কবলিত রিলাক্স পরিবহনের
স্লিপার বাসের চালক তারেক হোসেনকে অবশেষে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর
জেলার সদর এলাকার পশ্চিম লক্ষীপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি
নিশ্চিত করে মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ লোকমান হোসেন জানান, তারেক
হোসেনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনার পর থেকে এতদিন সে
পলাতক ছিল।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক হোসেন দুর্ঘটনার কোনো কারণ বলেছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি লোকমান হোসেন।
উল্লেখ্য,
রিলাক্স পরিবহনটি গত ১৭ মে রাত ১২ টা ৪০ মিনিটে ঢাকার আরামবাগ হতে
চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা করে। পরদিন সকাল আনুমানিক ৬ টায় কুমিল্লার
কোটবাড়ি বিশ্বরোডে হোটেল শাহজাহানে বাসটি ২০/২৫ মিনিটের যাত্রা বিরতির পর
চট্রগ্রামের উদ্দ্যেশ্যে আবার রওনা হয়। এর কিছুক্ষণ পরেই চৌদ্দগ্রাম এর
বসন্তপুর এলাকায় রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে
বাশঝাড়ের পাশে কাত হয়ে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে গাড়িতে থাকা ১ জন
সুপারভাইজার ১ জন হেলপার সহ মোট ৫ জন নিহত হয়। এ ব্যাপারে কুমিল্লা
চৌদ্দগ্রাম থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় একটা মামলা দায়ের
করা হয়।