প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:১০ পিএম |
কুমিল্লার দেবিদ্বারে কাতার চ্যারিটির সহযোগিতায় সাখা অরফানেজ সেন্টারের উদ্যোগে খুরুইল-বুটিয়াকান্দি আজিজিয়া এতিমখানায় ২০০ এতিম ও দুস্থ শিশু-কিশোদের মাঝে হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কাতার চ্যারিটি প্রতিনিধিদের উপস্থিতিতে এই হাইজিন কিটস বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাও একরামুল হক। প্রতিটি হাইজিন কিটস ব্যাগে ছিল, একটি তাওয়াল, একটি আয়না, একটি পেস্ট, একটি ব্রাশ, একটি সেপটেক্স সাবান, একটি নিলকাটার, একটি ঝাল, একটি চিরুনি, একটি রেক্সোনা।
কাতার চ্যারিটির প্রতিনিধিরা বলেন, হাইজিন হল পরিচ্ছন্নতা, স্যানিটেশন, জীবাণুমুক্তকরণ ও স্বাস্থ্যবিধির প্রতিশব্দ। হাইজিন হল ব্যক্তিগত অভ্যাস যেমন গোসল করা, হাত ধোয়া, নখ কাটা এবং কাপড় ধোয়া, বাথরুমসহ, বাড়িতে এবং কর্মক্ষেত্রে পরিষ্কার রাখা। স্বাস্থ্য বিধি মেনে চললে আমাদের পক্ষে সংক্রামক রোগের বিস্তার রোধ করা সম্ভব। সভাপতি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা শিশুদের বিশেষ করে কিশোরী বয়সের সন্তানদের জন্য অপরিহার্য। তিনি এই ধরনের সহযোগিতার জন্য কাতার চ্যারিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মো. নেয়ামাতুল্লাহ, মো. আবদুস সালাম, সাংবাদিক শাহীন আলম, শহিদুল ইসলাম, অহিদুর রহমান প্রমুখ।