আসন্ন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান
প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর বুধবার (১৫ মে)
ভাটপাড়া, চাষাপাড়া, লালবাগ ও সুবর্ণপুর চৌমুহনী বাজার এলাকায় পৃথক পৃথক
নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ
আক্তারুজ্জামান (রিপন) বলেন, আমি আপনাদের সন্তান, এই এলাকারই মানুষ, এই
এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আমার আত্মীয়স্বজন আছে, যাদের বাড়ি এই এলাকায় নয়,
দয়া করে তাদের আপনারা ভোটর দিবেন না। কারণ তারা গত ১৫ বছরে কোন উন্নয়ন তো
দূরের কথা, কারো খোঁজ-খবর রাখেনি। ১ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা করতে
পারে নাই।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার
আপনাদেরকে সাথে নিয়ে একটি একটি করে বাস্তবায়ন করবো। আগামী ২১ তারিখ আনারস
প্রতীকে ভোট দিয়ে, বিগত ১৫ বছরের সকল অপশাসনের জবাব দিবেন। তারই সাথে সদর
দক্ষিণের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের সকল পকেট কমিটি বিলুপ্ত করবো
এবং সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো,
ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ
হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো
ইনশাআল্লাহ।
এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। এর মধ্যে
তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন
তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও
আধুনিক রূপে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।