কুমিল্লার
লালমাইয়ে রাকিব (৮), ইব্রাহিম খলিল (৯), মো: হোসাইন (৯) নামে তিন শিশুকে
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় শিশুর পিতা আমির হোসেন বাদী হয়ে লালমাই
থানায় মামলা দায়ের করেন।
রবিবার ১২ মে রাতে মো: নাহিদ হাসান (২৭) নামে
ওই মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়। সে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের
পাইকপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও বরুড়া উপজেলার লগ্নসার
গ্রামের সুয়া মিয়ার ছেলে।
বলাৎকারের শিকার ওই শিশুদের পরিবারের মামলা
সূত্রে ও স্হানীয় সূত্রে জানা যায় , পাইকপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার
হিফয বিভাগের ছাত্র রাকিবকে ১২ মে সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে
বলাৎকার করে শিক্ষক নাহিদ হাসান। পূর্বেও কয়েকবার বলাৎকার করে ওই শিশুকে।
এছাড়া একই বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও হোসাইনকেও বলাৎকার করেছে বলে
উল্লেখ করা হয় মামলায় । এসময় শিশুদের জোরপূর্বক বলাৎকার করার ঘটনাটি কাউকে
না বলার জন্য হুমকি দেয় ওই শিক্ষক।
রবিবার সন্ধ্যায় বলাৎকারের শিকার ওই
শিশু তার মাকে ঘটনাটি জানায়। এই ঘটনা জানাজানি হলে গ্রামবাসী মাদ্রাসার
শিক্ষককে আটক করতে গেলে ওই শিক্ষক পাশ্ববর্তী মসজিদে আশ্রয় নিয়ে জরুরি
জাতীয় সেবা ৯৯৯ কল দিলে লালমাই থানা পুলিশ তাকে উদ্ধার করে।
লালমাই
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ বলেন শিশু বলাৎকারের
ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।