কুমিল্লার লালমাই উপজেলার দ্বীনি নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা উত্তর বাজারে প্রতিষ্ঠিত দারুৎ তাহযীব মহিলা মাদরাসা ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়েছে।
সোমবার ১৪ মে উপজেলার বাগমারা রুপিয়া কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আবদুর রশিদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল জলিল সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি,বাগমারা উত্তর ইউনিয়ন আ,লীগের সভাপতি হাজী সামছুল হক মুন্সি,সিনিয়র সহ-সভাপতি মো.নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, বাগমারা দক্ষিণ আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব,মো. ইকবাল হোসেন।
হাফেজ ইসমাইল হোসাইন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা শাহাদাত হোসাইন। প্রতিষ্ঠানটি থেকে দশ জন শিক্ষার্থী এবছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ১ জন গোল্ডেন জিপিএ -৫ চারজন জিপিএ -৫ পেয়ে দশজন শিক্ষার্থী কৃতকার্য হয়। ২০১৪ সালে এই মহিলা মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে সকল বিষয়ে শিক্ষার মানোন্নয়ন করে মেধাবী শিক্ষার্থী তৈরি করে যাচ্ছেন প্রতিষ্ঠানটি।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
বক্তারা বলেন তোমরাই আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়। আধুনিক মানসম্মত শিক্ষা প্রসারে শিক্ষা দীক্ষা হীন যারা বাণিজ্যিক উদ্দেশ্যে অধ্যক্ষের খেতাব লাগিয়েছেন তাদের প্রতিহত করার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।