কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলিকপ্টার
প্রতীকের আব্দুল হাই বাবলুকে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও
দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। কাপ- পিরিচ প্রতীকের
প্রার্থী গোলাম সারোয়ারের দেয়া অভিযোগের প্রেক্ষিতে আগামী ১৫ই মে সহকারি
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুনানিতে অংশ নেয়ার জন্য অপর চেয়ারম্যান
প্রার্থী আব্দুল হাই বাবলুকে অনুরোধ করা হয়েছে।
সরকারি রিটার্নিং
কর্মকর্তা চিঠিতে উল্লেখ করেন, হেলিকপ্টার প্রতিকার প্রার্থী আব্দুল হাই
বাবলু আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলায় অবাক সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ
মারাত্মকভাবে হুমকি সৃষ্টি করছেন বলে মোহাম্মদ গোলাম সারোয়ার একটি লিখিত
অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আগামী ১৫ই মে সকাল ১১ টায় সহকারী রিটার্ন
কর্মকর্তার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ২১ মে কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪ জন
চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাপ- পিরিচ প্রতিকে প্রার্থী
মোহাম্মদ গোলাম সারোয়ার বর্তমানে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এবং
হেলিকপ্টার প্রতিকের প্রার্থী মোঃ আব্দুল হাই বাবলু বর্তমানে সদর দক্ষিণ
উপজেলা ভাইস চেয়ারম্যান।