শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
চৌদ্দগ্রামে ১১০ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ ২৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এগিয়ে মাদরাসা
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৫ এএম |


সদ্য সারাদেশে ঘোষিত হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ফলাফল। এ ফলাফলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ২৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৬৯৭৯ জন। এরমধ্যে পাশ করেছে ৫৭৩৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫১৭ জন। তবে শতকরা ৫০ ভাগের কম শিক্ষার্থী পাশ করেছে বুধড়া উচ্চ বিদ্যালয়, রামপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, গুণবতী বালিকা উচ্চ বিদ্যালয়, আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫৭ বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ৪৯৩৯ জন। এরমধ্যে পাশ করেছে ৩৭৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন। পাশের হার ৭৬.৯২ ভাগ। শতভাগ পাশ করা প্র্রতিষ্ঠানগুলো হলো; সৈয়দ আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়, বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রানীর বাজার উচ্চ বিদ্যালয়, জয়মঙ্গলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নালঘর উচ্চ বিদ্যালয়, কাশিনগর বসন্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কাদৈর উচ্চ বিদ্যালয়, ভাটরা কালজয়ী বিদ্যা নিকেতন, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়, তারাশাইল উচ্চ বিদ্যালয়, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়, কুলিয়ারা উচ্চ বিদ্যালয়, ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ফয়জুন্নেছা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
৪৮টি মাদরাসার মধ্যে ১৪টি মাদরাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। দাখিলে মোট পরীক্ষার্থী ছিল ১৯৩৪ জন। এরমধ্যে পাশ করেছে ১৮৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। পাশের হার ৯৫.৪৫ ভাগ। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানগুলো হলো; কাছারিপাড়া ফাযিল মাদরাসা, কাশিনগর ইসলামিয়া আলিম মাদরাসা, যশপুর সুফিয়া খাতুন আলিম মাদরাসা, শিলরী হোসাইনিয়া দাখিল মাদরাসা, মফিজিয়া হায়দরিয়া দাখিল মাদরাসা, ভাঙ্গাপুস্করণী বালিকা দাখিল মাদরাসা, হাজী সিরাজুল ইসলাম মহিলা মাদরাসা, দারুস সালাম মহিলা দাখিল মাদরাসা, রাজবল্লবপুর জব্বারিয়া বালিকা দাখিল মাদরাসা, বাবুচি দারুচ্ছুন্নাত বালিকা দাখিল মাদরাসা, এমএইচ আবদুল্লাহ আল গোফালী বালিকা দাখিল মাদরাসা, গোপালনগর মহিলা দাখিল মাদরাসা, বসন্তপুর বালিকা দাখিল মাদরাসা ও আয়েশা নূর মহিলা দাখিল মাদরাসা।
এছাড়া কারিগরি ৫ প্রতিষ্ঠানের ১০৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯১ জন। পাশের হার ৮৫.৮৪ ভাগ। শতভাগ পাশ করেছে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, ‘উপজেলা শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন’। 












সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দালিভ রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft