জাতীয় সাতারে দ্বিতীয় কুমিল্লার অরপা দাস
ক্রীড়া প্রতিবেদক ।।
|
বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগীতায় ২য় হয়েছে কুমিল্লার অরপা দাস। বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় গত ৯মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সুইমিং পুলে (অনুর্ধ-১৫ ) চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ নেয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এই সাঁতারু। |